বিশ্বব্যাপী চা এর উৎপাদন (আইটিসি ২০২২)
চা বর্তমান বিশ্বের একটি নির্ভেজাল স্বাস্থ্যকর পানীয়। পানির পরই চা বিশ্বের একটি জনপ্রিয় পানীয় হেসেবে পরিচিত। বিশ্বে প্রায় ৫০টিরও বেশি দেশে চা উৎপাদন হচ্ছে। ২০২২ সালের আন্তর্জাতিক টি কমিটি'র (আইটিসি) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ৫.২০ মিলিয়ন হেক্টর জমিতে ৬,৪৫৫ মিলিয়ন তৈরি কেজি চা উৎপাদিত হয়েছে। বিশ্বে প্রতিদিন প্রায় তিন বিলিয়নেরও বেশি কাপ চা পান করা হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশী চা পান করে তুর্কীরা। বছরে গড়ে মাথাপিছু ৩.২৩ কেজি। এরপর রয়েছে মরক্কো (২.০৯), লিবিয়া (২.০৫) ও ব্রিটিশরা (১.৫২)। বাংলাদেশের মানুষ গড়ে মাথাপিছু ৫২০ গ্রাম চা পান করে।
৫০টি দেশের মধ্যে ১২টি প্রধান চা উৎপাদনকারী দেশ যেমন- চীন (৩০৬৩), ভারত (১৩৪৩), কেনিয়া (৫৩৮), শ্রীলংকা (২৯৯), তুরস্ক (২৮২), ভিয়েতনাম (১৮০), ইন্দোনেশিয়া (১২৭), বাংলাদেশ (৯৭), উগান্ডা (৮২), জাপান (৭৫), আর্জেনটিনা (৭৪) ও মালাউ (৫১)। এদের মধ্যে ১ম স্থানে রয়েছে চীন যারা বিশ্বের ৪৭% চা অর্থাৎ ৩০৬৩ মিলিয়ন কেজি চা উৎপাদন করেছে। তারপর ২য় স্থানে থাকা ভারতের উৎপাদন ১৩৪৩ মিলিয়ন কেজি। ৫৩৮ মিলিয়ন কেজি উৎপাদন নিয়ে ৩য় স্থানে রয়েছে কেনিয়া। ৯৬.৫০ মিলিয়ন কেজি চা উৎপাদন করে বাংলাদেশের অবস্থান ৮ম স্থানে।
বাংলাদেশের চা বাগান সম্পর্কিত পরিসংখ্যান (২০২৩)
১) মোট চা বাগানের সংখ্যা ১৬৮ টি
২) মোট জমির পরিমাণ ২,৯২,২৬৪.০০ একর
৩) মোট চা চাষযোগ্য ভূমির পরিমাণ ২,৮১,৫৪৬.০০ একর
৪) মোট চা চাষাধীন জমির পরিমাণ ১,৫৭,৫৫৭.০০ একর
৫) ভবিষ্যতে চা রোপনযোগ্য এলাকা ১৭,৬৯৭.০০ একর
৬) নিবন্ধিত ক্ষুদ্র চা উৎপাদনকারীর সংখ্যা ১,৭৪৫ জন
৭) অনিবন্ধিত ক্ষুদ্র চা উৎপাদনকারীর সংখ্যা ৬,৩২২ জন
৮) ক্ষুদ্রায়তন চা চাষাধীন জমির পরিমাণ ১০,৭১৭.০০ একর
৯) বাংলাদেশে মোট চা চাষাধীন ভূমির পরিমাণ ১,৬৭,৫৭১.০০ একর
১০) মোট উৎপাদিত চায়ের পরিমান ১০২.৯২ মিলিয়ন কেজি
১১) উত্তরাঞ্চলে উৎপাদিত মোট চায়ের পরিমাণ ১৭.৯৫ মিলিয়ন কেজি
১২) হেক্টর প্রতি জাতীয় গড় উৎপাদন ১৭৫১ কেজি (৭০৯ কেজি/একর)
চায়ের উৎপাদন, ভোগ ও রপ্তানী
২০২৩ সালের ১৬৮টি চা বাগান ও ৮,০৬৭টি ক্ষুদ্রায়তন চা বাগানে ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে যা বিগত বছরের সকল ইতিহাসকে ছাড়িয়ে গেছে। দেশের মোট উৎপাদনের বেশিরভাগ চা উৎপাদিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলার ৯১টি চা বাগানে উৎপাদিত চায়ের পরিমাণ ৪৪.৮০ (৪৭.৭৫%) মিলিয়ন কেজি। এরপর ২য় স্থানে রয়েছে উত্তরাঞ্চলের (পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর) ৯টি চা বাগান ও ৮,০৬৭টি ক্ষুদ্রায়তন চা বাগানে ১৭.৭৮ (১৮.৯৫%) মিলিয়ন কেজি; এরপর হবিগঞ্জ জেলার ২৫টি চা বাগানে উৎপাদিত চায়ের পরিমাণ ১৪.৭০ (১৫.৬৭%) মিলিয়ন কেজি। চট্টগ্রাম জেলার ২১টি চা বাগানে ১১.০৭ (১১.৮০%) মিলিয়ন কেজি এবং সিলেট জেলার ১৯টি চা বাগানে ৫.৪১ (৫.৭৭%) মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
প্রধান চা রপ্তানীকারকদের তালিকাঃ
১) আবুল খায়ের কনজুমার প্রোডাক্টস লিমিটেড, টি ডিপার্টমেন্ট, ২৭৭, বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম।
২) কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেড, হেড অফিস, হাউজ নং ৪৪, রোড নং ২৭ (পুরাতন), ১৬ (নতুন), ঢাকা-১২০৯।
৩) হালদা ভ্যালী টি এস্টেট লিমিটেড, পেড্রোলো প্লাজা, ৫ জুবলী রোড, চট্টগ্রাম।
৪) এম এম ইস্পাহানী লিমিটেড, ইস্পাহানী বিল্ডিং, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
৫) মেঘনা টি কোম্পানী, সেনা কল্যাণ ভবন, স্যুট নং ১০০৩ ও ১১০৬, ১৯৫, মতিঝিল, ঢাকা।
৬) দি কনসলিডেট টি এন্ড ল্যান্ডস কোম্পনী (বাংলাদেশ) লিমিটেড, ফিনলে হাইজ, আগ্রাবাদ, চট্টগ্রাম।
বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, কুয়েত, ওমান, সুদান, ব্রুনাই, পাকিস্তান, রাশিয়া, ইরান, বাহরাইন, দুবাই, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস, বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানি হচ্ছে। ২০২১ সালে ০.৬৮ মিলিয়ন কেজি চা রপ্তানী করে বাংলাদেশ ১৮০ মিলিয়ন টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে।
ব্রোকারগণের তালিকাঃ
চট্টগ্রাম ব্রোকার্সদের নাম ও ঠিকানা
১) ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্রোকার্স লি:, গাউছিয়া টোফেল টাওয়ার, ১৮৩৭, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
২) ব্যবস্থাপনা পরিচালক, কে এস ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার (৪র্থ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম।
৩) ব্যবস্থাপনা পরিচালক, প্রোডিউস ব্রোকার্স লি:, ১৩৪৯/ এ, উত্তর আগ্রাবাদ, ডি. টি. রোড, আসকারাবাদ, চট্টগ্রাম।
৪) ব্যবস্থাপনা পরিচালক, প্রোগ্রেসিভ ব্রোকার্স লি:, মিক্কা মিডিয়া ট্রেড সেন্টার (১৪ তলা), ৭৮ আগ্রাবাদ সি/ এ, চট্টগ্রাম।
৫) ব্যবস্থাপনা পরিচালক, পূর্ববাংলা ব্রোকার্স লি:, জাহান বিল্ডিং, আগ্রাবাদ কমারসিয়াল এরিয়া, চট্টগ্রাম।
৬) ব্যবস্থাপনা পরিচালক, ইউনিটি ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার, আগ্রাবাদ, চট্টগ্রাম।
৭) ব্যবস্থাপনা পরিচালক, প্লানটার্স ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার (৬র্থ তলা), ১৮৩৭, এসকে মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
শ্রীমঙ্গল ব্রোকার্সদের নাম ও ঠিকানা
১) ব্যবস্থাপনা পরিচালক, রুপসি বাংলা টি ব্রোকার্স লি:, আজিজ সুপার মার্কেট, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
২) ব্যবস্থাপনা পরিচালক, জি. এস ব্রোকার্স লি:, এ আর বিল্ডিং, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৩) ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ টি ব্রোকার্স লি:, আজিজ সুপার মার্কেট, ০২ নং পুল, রোড নং-৪, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৪) ব্যবস্থাপনা পরিচালক, শ্রীমঙ্গল ব্রোকার্স লি:, স্টেশন রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৫) ব্যবস্থাপনা পরিচালক, সোনার বাংলা ব্রোকার্স লি:, মৌলভীবাজার রোড, ৫ নং পুল, ওয়ার্ড নং-৩, শ্রীমঙ্গল সদর, মৌলভীবাজার।
৬) ব্যবস্থাপনা পরিচালক, এস টি ব্রোকার্স লি:, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
পঞ্চগড় ব্রোকার্সদের নাম ও ঠিকানা
০১. ব্যবস্থাপনা পরিচালক, হিমালয় ব্রোকার্স লিঃ, এম আর কলেজ রোড, পঞ্চগড়।
০২. ব্যবস্থাপনা পরিচালক, ইন্ডিগো ব্রোকার্স লিঃ, মসজিদ পাড়া, পঞ্চগড়।
০৩. ব্যবস্থাপনা পরিচালক, মহানন্দা ব্রোকার্স লিঃ, এম আর কলেজ রোড, পঞ্চগড়।
০৪. ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনভেলী ব্রোকার্স লিঃ, ধাক্বামারা, পঞ্চগড়।
০৫. ব্যবস্থাপনা পরিচালক, উত্তরণ ব্রোকার্স লিঃ, ধাক্কামারা, নিমনগর, পঞ্চগড়।
চা বর্তমান বিশ্বের একটি নির্ভেজাল স্বাস্থ্যকর পানীয়। পানির পরই চা বিশ্বের একটি জনপ্রিয় পানীয় হেসেবে পরিচিত। বিশ্বে প্রায় ৫০টিরও বেশি দেশে চা উৎপাদন হচ্ছে। ২০২২ সালের আন্তর্জাতিক টি কমিটি'র (আইটিসি) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে ৫.২০ মিলিয়ন হেক্টর জমিতে ৬,৪৫৫ মিলিয়ন তৈরি কেজি চা উৎপাদিত হয়েছে। বিশ্বে প্রতিদিন প্রায় তিন বিলিয়নেরও বেশি কাপ চা পান করা হচ্ছে। বিশ্বে সবচেয়ে বেশী চা পান করে তুর্কীরা। বছরে গড়ে মাথাপিছু ৩.২৩ কেজি। এরপর রয়েছে মরক্কো (২.০৯), লিবিয়া (২.০৫) ও ব্রিটিশরা (১.৫২)। বাংলাদেশের মানুষ গড়ে মাথাপিছু ৫২০ গ্রাম চা পান করে।
৫০টি দেশের মধ্যে ১২টি প্রধান চা উৎপাদনকারী দেশ যেমন- চীন (৩০৬৩), ভারত (১৩৪৩), কেনিয়া (৫৩৮), শ্রীলংকা (২৯৯), তুরস্ক (২৮২), ভিয়েতনাম (১৮০), ইন্দোনেশিয়া (১২৭), বাংলাদেশ (৯৭), উগান্ডা (৮২), জাপান (৭৫), আর্জেনটিনা (৭৪) ও মালাউ (৫১)। এদের মধ্যে ১ম স্থানে রয়েছে চীন যারা বিশ্বের ৪৭% চা অর্থাৎ ৩০৬৩ মিলিয়ন কেজি চা উৎপাদন করেছে। তারপর ২য় স্থানে থাকা ভারতের উৎপাদন ১৩৪৩ মিলিয়ন কেজি। ৫৩৮ মিলিয়ন কেজি উৎপাদন নিয়ে ৩য় স্থানে রয়েছে কেনিয়া। ৯৬.৫০ মিলিয়ন কেজি চা উৎপাদন করে বাংলাদেশের অবস্থান ৮ম স্থানে।
বাংলাদেশের চা বাগান সম্পর্কিত পরিসংখ্যান (২০২৩)
১) মোট চা বাগানের সংখ্যা ১৬৮ টি
২) মোট জমির পরিমাণ ২,৯২,২৬৪.০০ একর
৩) মোট চা চাষযোগ্য ভূমির পরিমাণ ২,৮১,৫৪৬.০০ একর
৪) মোট চা চাষাধীন জমির পরিমাণ ১,৫৭,৫৫৭.০০ একর
৫) ভবিষ্যতে চা রোপনযোগ্য এলাকা ১৭,৬৯৭.০০ একর
৬) নিবন্ধিত ক্ষুদ্র চা উৎপাদনকারীর সংখ্যা ১,৭৪৫ জন
৭) অনিবন্ধিত ক্ষুদ্র চা উৎপাদনকারীর সংখ্যা ৬,৩২২ জন
৮) ক্ষুদ্রায়তন চা চাষাধীন জমির পরিমাণ ১০,৭১৭.০০ একর
৯) বাংলাদেশে মোট চা চাষাধীন ভূমির পরিমাণ ১,৬৭,৫৭১.০০ একর
১০) মোট উৎপাদিত চায়ের পরিমান ১০২.৯২ মিলিয়ন কেজি
১১) উত্তরাঞ্চলে উৎপাদিত মোট চায়ের পরিমাণ ১৭.৯৫ মিলিয়ন কেজি
১২) হেক্টর প্রতি জাতীয় গড় উৎপাদন ১৭৫১ কেজি (৭০৯ কেজি/একর)
চায়ের উৎপাদন, ভোগ ও রপ্তানী
২০২৩ সালের ১৬৮টি চা বাগান ও ৮,০৬৭টি ক্ষুদ্রায়তন চা বাগানে ১০২.৯২ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে যা বিগত বছরের সকল ইতিহাসকে ছাড়িয়ে গেছে। দেশের মোট উৎপাদনের বেশিরভাগ চা উৎপাদিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলার ৯১টি চা বাগানে উৎপাদিত চায়ের পরিমাণ ৪৪.৮০ (৪৭.৭৫%) মিলিয়ন কেজি। এরপর ২য় স্থানে রয়েছে উত্তরাঞ্চলের (পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর) ৯টি চা বাগান ও ৮,০৬৭টি ক্ষুদ্রায়তন চা বাগানে ১৭.৭৮ (১৮.৯৫%) মিলিয়ন কেজি; এরপর হবিগঞ্জ জেলার ২৫টি চা বাগানে উৎপাদিত চায়ের পরিমাণ ১৪.৭০ (১৫.৬৭%) মিলিয়ন কেজি। চট্টগ্রাম জেলার ২১টি চা বাগানে ১১.০৭ (১১.৮০%) মিলিয়ন কেজি এবং সিলেট জেলার ১৯টি চা বাগানে ৫.৪১ (৫.৭৭%) মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।
প্রধান চা রপ্তানীকারকদের তালিকাঃ
১) আবুল খায়ের কনজুমার প্রোডাক্টস লিমিটেড, টি ডিপার্টমেন্ট, ২৭৭, বায়েজীদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম।
২) কাজী এন্ড কাজী টি এস্টেট লিমিটেড, হেড অফিস, হাউজ নং ৪৪, রোড নং ২৭ (পুরাতন), ১৬ (নতুন), ঢাকা-১২০৯।
৩) হালদা ভ্যালী টি এস্টেট লিমিটেড, পেড্রোলো প্লাজা, ৫ জুবলী রোড, চট্টগ্রাম।
৪) এম এম ইস্পাহানী লিমিটেড, ইস্পাহানী বিল্ডিং, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
৫) মেঘনা টি কোম্পানী, সেনা কল্যাণ ভবন, স্যুট নং ১০০৩ ও ১১০৬, ১৯৫, মতিঝিল, ঢাকা।
৬) দি কনসলিডেট টি এন্ড ল্যান্ডস কোম্পনী (বাংলাদেশ) লিমিটেড, ফিনলে হাইজ, আগ্রাবাদ, চট্টগ্রাম।
বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, কুয়েত, ওমান, সুদান, ব্রুনাই, পাকিস্তান, রাশিয়া, ইরান, বাহরাইন, দুবাই, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস, বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশে চা রপ্তানি হচ্ছে। ২০২১ সালে ০.৬৮ মিলিয়ন কেজি চা রপ্তানী করে বাংলাদেশ ১৮০ মিলিয়ন টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে।
ব্রোকারগণের তালিকাঃ
চট্টগ্রাম ব্রোকার্সদের নাম ও ঠিকানা
১) ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্রোকার্স লি:, গাউছিয়া টোফেল টাওয়ার, ১৮৩৭, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
২) ব্যবস্থাপনা পরিচালক, কে এস ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার (৪র্থ তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম।
৩) ব্যবস্থাপনা পরিচালক, প্রোডিউস ব্রোকার্স লি:, ১৩৪৯/ এ, উত্তর আগ্রাবাদ, ডি. টি. রোড, আসকারাবাদ, চট্টগ্রাম।
৪) ব্যবস্থাপনা পরিচালক, প্রোগ্রেসিভ ব্রোকার্স লি:, মিক্কা মিডিয়া ট্রেড সেন্টার (১৪ তলা), ৭৮ আগ্রাবাদ সি/ এ, চট্টগ্রাম।
৫) ব্যবস্থাপনা পরিচালক, পূর্ববাংলা ব্রোকার্স লি:, জাহান বিল্ডিং, আগ্রাবাদ কমারসিয়াল এরিয়া, চট্টগ্রাম।
৬) ব্যবস্থাপনা পরিচালক, ইউনিটি ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার, আগ্রাবাদ, চট্টগ্রাম।
৭) ব্যবস্থাপনা পরিচালক, প্লানটার্স ব্রোকার্স লি:, প্রোগ্রেসিভ টাওয়ার (৬র্থ তলা), ১৮৩৭, এসকে মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
শ্রীমঙ্গল ব্রোকার্সদের নাম ও ঠিকানা
১) ব্যবস্থাপনা পরিচালক, রুপসি বাংলা টি ব্রোকার্স লি:, আজিজ সুপার মার্কেট, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
২) ব্যবস্থাপনা পরিচালক, জি. এস ব্রোকার্স লি:, এ আর বিল্ডিং, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৩) ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ টি ব্রোকার্স লি:, আজিজ সুপার মার্কেট, ০২ নং পুল, রোড নং-৪, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৪) ব্যবস্থাপনা পরিচালক, শ্রীমঙ্গল ব্রোকার্স লি:, স্টেশন রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
৫) ব্যবস্থাপনা পরিচালক, সোনার বাংলা ব্রোকার্স লি:, মৌলভীবাজার রোড, ৫ নং পুল, ওয়ার্ড নং-৩, শ্রীমঙ্গল সদর, মৌলভীবাজার।
৬) ব্যবস্থাপনা পরিচালক, এস টি ব্রোকার্স লি:, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
পঞ্চগড় ব্রোকার্সদের নাম ও ঠিকানা
০১. ব্যবস্থাপনা পরিচালক, হিমালয় ব্রোকার্স লিঃ, এম আর কলেজ রোড, পঞ্চগড়।
০২. ব্যবস্থাপনা পরিচালক, ইন্ডিগো ব্রোকার্স লিঃ, মসজিদ পাড়া, পঞ্চগড়।
০৩. ব্যবস্থাপনা পরিচালক, মহানন্দা ব্রোকার্স লিঃ, এম আর কলেজ রোড, পঞ্চগড়।
০৪. ব্যবস্থাপনা পরিচালক, গ্রীনভেলী ব্রোকার্স লিঃ, ধাক্বামারা, পঞ্চগড়।
০৫. ব্যবস্থাপনা পরিচালক, উত্তরণ ব্রোকার্স লিঃ, ধাক্কামারা, নিমনগর, পঞ্চগড়।