চায়ের জাত উন্নয়নঃ
অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে চায়ের বংশবিস্তার প্রযুক্তিকে ক্লোনাল পদ্ধতি বলে। চায়ে বংশগতিধারায়ই বীজ থেকে উৎপাদিত আবাদীতে গাছে গাছে মিল থাকে না। আবার ক্লোন পদ্ধতির আবাদীতে একই ক্লোনের গাছে গাছে অভিন্ন মিল, তবে ক্লোনে ক্লোনে বৈচিত্র থাকবেই। ফলে পুরো এক একটি ক্লোন আবাদীতে এর উৎপাদন ও পেয়ালীমান মোটামোটি সমতা বিরাজ করে। যে কোন আবাদীর জন্য উন্নত জাতের ক্লোন বা বীজ বেছে নেয়া সর্বাগ্রে প্রয়োজন। যেহেতু চা বহুবর্ষজীবি, সেহেতু সঠিক সিদ্ধান্তের সুফল বা ভুল সিদ্ধান্তের কুফল ভোগ বহু বৎসর পর্যন্ত চলমান থাকে।
অনুমোদিত বীজজাত ও ক্লোনঃ
ক) বীজঃ
১) সাধারণ বীজঃ সাধারণত অপরিকল্পিত উপায়ে প্রতিষ্ঠিত বীজবাড়ি হতে প্রাপ্ত বীজ 'সাধারণ বীজ' নামে পরিচিত। এ ধরণের বীজ সাধারণত নিম্নমানের হয়ে থাকে। এদতসত্ত্বেও কিছু কিছু পুরনো চা বাগানের এরুপ সাধারণ বীজবাড়ির বীজ অপেক্ষাকৃত উন্নতমানের পাওয়া গেছে যা বিটিআরআই কর্তৃক স্বীকৃত। এ বিষয়ে বিটিআরআই থেকে পরামর্শ নেয়া যেতে পারে।
২) বাইক্লোনাল বীজঃ বাইক্লোনাল বীজ তৈরি হয় দুটো পরস্পর নিষেকযোগ্য প্রজনক ক্লোন এর মাধ্যমে সংকরায়নের ফলে। এ ধরণের বীজ উৎপাদনকারী জাত দু'টির পরস্পর প্রজনন ক্ষমতা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করা হয় বিধায় বাইক্লোনাল বীজগুলো সাধারণ বীজের চেয়ে উন্নত মান ও ফলনের গাছ উৎপাদন করতে পারে। এ পর্যন্ত বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত চার ধরণের বাইক্লোনাল বীজজাত যেমন- বিটিএস১, বিটিএস২, বিটিএস৩ এবং বিটিএস৪ নামে চা শিল্পে ছাড়া হয়েছে।
৩) পলিক্লোনাল বীজঃ সাধারণত ৫-৭টি প্রজনক ক্লোন জাতের মধ্যে সীমাবদ্ধ কিন্তু মাত্র অচিহ্নিত দুই-দুই জাতের মধ্যে সংকরায়নের ফলে সৃষ্ট ঐ বীজবাড়ির সমস্ত বীজই একত্রে এক একটি পলিক্লোনাল বীজজাত নামে পরিচিত। পলিক্লোনাল বীজবাড়িতে বিদ্যমান ক্লোনগুলো পরস্পর কম-বেশি সংকরায়নে সক্ষম হয়। এ পর্যন্ত বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত এক ধরণের পলিক্লোনাল বীজজাত যেমন- এনপিএস১ নামে চা শিল্পে ছাড়া হচ্ছে।
খ) ক্লোনঃ
১) বিটিআরআই বিমুক্ত ক্লোনঃ চা এর উৎপাদন ও গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বিটিআরআই বীজজাত উন্নয়নের পাশাপাশি ক্লোনাল সিলেকশন বা ব্রিডিং এর মাধ্যমে চায়ের উন্নতজাত উদ্ভাবনে অধিক গুরুত্ব দিয়ে থাকে। ইনস্টিটিউট ও পর্যন্ত উচ্চফলনশীল ও গুণগতমান সম্পন্ন নিজস্ব ২০টি ক্লোনজাত চা শিল্পের জন্য অবমুক্ত করেছে। এদেরকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা- আদর্শ ক্লোন (Standard clone): বিটি১, বিটি২, বিটি৩, বিটি৫, বিটি৭, বিটি৮, বিটি৯, বিটি১১, বিটি১৩, বিটি১৪, বিটি১৬, বিটি১৭, বিটি১৮, বিটি১৯ ও বিটি২০ আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।উচ্চফলনশীল ক্লোন (Yield clone): বিটি১০ ও বিটি১২ উচ্চফলনশীল ক্লোন হিসেবে পরিচিত। উচ্চপেয়ালিমানী ক্লোন (Quality clone): বিটি৪, বিটি৬ ও বিটি১৫ উচ্চপেয়ালিমানসম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
২) বাগানের উদ্ভাবিত নিজস্ব ক্লোনঃ কোন কোন বাগান তাদের নিজস্ব উদ্যোগে ক্লোন উদ্ভাবন করার গৌরবের অধিকারী। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নতজাত উদ্ভাবনে এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা হয়। তবে এ সকল ক্লোনসমূহের ফলন ও মান সম্বন্ধে সুস্পষ্ট ও নির্ভরযোগ্য পরিসংখ্যানিক তথ্য থাকা বাঞ্ছনীয়।
৩) বিদেশী ক্লোনঃ আমাদের দেশে চা বাগানগুলোতে দেশী ক্লোনের পাশাপাশি স্বল্প পরিমানে প্রতিবেশি দেশের ক্লোনের ব্যবহারও প্রচলিত আছে। বিদেশী ক্লোনগুলোর মধ্যে একমাত্র টোকালাই ক্লোনের (TV clones) ব্যবহারই উল্লেখযোগ্য। তবে বিদেশী ক্লোনগুলো আমাদের দেশীয় জলবায়ুতে সঠিকভাবে অভিযোজিত হচ্ছে কিনা অথবা পরিবেশের উপর- বিশেষ করে দেশীয় জাত ও আবাদীর উপর পোকামাকড় ও রোগবালাই, ইত্যাদিঘটিত নতুন আপদের সূচনা বা কোন বিরুপ প্রতিক্রিয়া ফেলছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রেখেই ব্যবহার করা উচিত।
*খরা সহিষ্ণু (Drought resistant) ক্লোনসমূহঃ বিটি২, বিটি৪, বিটি৫, বিটি৭, বিটি৮, বিটি৯, বিটি১১, বিটি১২, বিটি১৩ এবং বিটি১৮ অপেক্ষাকৃত খরাপ্রবণ উঁচু সমতলভূমি ও টিলার দক্ষিণ ও পশ্চিম ঢালে রোপনযোগ্য।
চায়না জাতঃ
ছোট আকৃতির ঝোপালো গাছ। ২-৩ মিটার উঁচু হয়, গোড়া থেকে অসংখ্য খাড়া শাখা বের হয় এবং দেখতে গম্বুজের মতো লাগে। পাতাগুলো ছোট ছোট, খাড়া, পুরু। চায়না জাতের পাতার দৈর্ঘ্য ১-২.২ সেমি এবং প্রস্থ ১-২.২ সেমি হয়। সংক্ষিপ্ত বৃন্তযুক্ত পত্রফলক উপবৃত্তাকার অগ্রভাগ ভোতা, পত্রফলকের কিনারা ভোঁতা খাঁজকাটা, চর্মবৎ, গাঢ় সবুজ, কুঁড়ি এবং প্রথম পাতাটি অসংখ্য রোমযুক্ত থাকে। কচি পাতাগুলোতে লাল বর্ণ কণিকার উপস্থিতির জন্য কিছুটা লালচে, খাটোবৃন্তযুক্ত এবং খাড়া থাকে। ফুলের সংখ্যা অনেক এবং ফুলগুলো আগাম ফোটে। এ জাতের চা গাছ খুব বেশি দেখা যায় না, তবে বাংলাদেশের কিছু কিছু চা বাগানের পুরাতন সেকশনে শুধুমাত্র দেখা যায়। পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তন্মেধ্যে লাল মাকড়ের প্রাদুর্ভাব ও রেড রাস্ট রোগ খুব বেশি দেখা দেয়। ফলন তুলনামুলকভাবে কম এবং লিকার পাতলা ও ক্ষেত্র বিশেষ সুগন্ধি পেয়ালিমান (cup-quality) সম্পন্ন।
আসাম জাত
এ গাছগুলো কিছুটা বৃক্ষ আকৃতির, অসংখ্য পৃথক শাখাযুক্ত, সুস্পষ্ট শীর্ষদেশ প্রাকৃতিকভাবে উচ্চতায় ১০-১৫ মিটার হয়। পাতা হালকা থেকে গাঢ় সবুজ বর্ণের। চকচকে, নিচের দিকে ঝুলানো। পাতার শিরাগুলো খুব স্পষ্ট থাকে, অগ্রভাগ তীক্ষ্ণ আকার হয়। পাতাগুলো দৈর্ঘে ৮-২০ সেমি এবং প্রস্থে ৩.৫-৭.৫ সেমি। দুই শিরার মধ্যবর্তী স্থান যথেষ্ট স্ফীত। কচি পাতার নিচের দিকে সাদা লোমের আধিক্য দেখা যায়। বাংলাদেশের চা বাগানগুলোতে আসাম জাতের চায়ের চাষাবাদ সীমিত।
মনিপুরী জাতঃ
আসাম জাতের চায়ের সাথে এ জাতীয় চা গাছের মিল পাওয়া যায়। তবে পাতাগুলো আসাম জাতের পাতার চেয়ে ক্ষুদ্রাকৃতি, গাঢ় সবুজ বর্ণের অমসৃণ, অগ্রভাগ কিঞ্চিত নিচের দিকে ঝুলানো থাকে। দৈর্ঘ্যে পাতাগুলো ১৫.৪-২০.৬ সেমি এবং প্রস্থে ৬.৫-৯.০ সেমি হয়ে থাকে। সচরাচর পাতার উভয় দিকে ২২টি করে শিরা থাকে। কচি পাতায় কদাচিৎ সাদা রোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। গাছগুলো তুলনামূলকভাবে খরা সহিষ্ণু। এ জাতীয় চা গাছ বাংলাদেশে সবচেয়ে বেশি। গুণগতমান চলতিমানের। পোকামাকড়ের আক্রমণ কম হয়। খুব সহজেই অঙ্গজ বংশবিস্তার ঘটে।
বার্মা জাতঃ
এ জাতীয় চা গাছ আসাম জাতের সাথে সাদৃশ্যপূর্ণ। পাতাগুলো চকচকে, গাঢ় সবুজ, মধ্যম বা বড় আকৃতির কিন্তু আসাম জাতের পাতার চেয়ে ছোট এবং সামান্য গোলাকৃতি। পাতাগুলো খাড়া, শীর্ষভাগ সুস্পষ্ট, বিস্তৃত এবং ভোঁতা কিনারাবিশিষ্ট, উপর দিকে কিছুটা অবতল, কোন রোম থাকে না। পোকামাকড়ের উপদ্রব অনেক কম হয়। ফলন ও গুণগতমান মোটামোটি ভাল। প্রতিকূল আবাহাওয়া সহনশীল। বাংলাদেশের সব চা বাগানেই এ জাতের চা গাছ দেখতে পাওয়া যায়। প্রাচুর্যের দিক দিয়ে মনিপুরী চায়ের পরেই বার্মার অবস্থান। এদের অঙ্গজ বংশবিস্তার সহজ।
হাইব্রীড জাতঃ
হাইব্রিড জাতের চা গাছকে তিনভাগে ভাগ করা হয়েছে যথা- হাইব্রিড-১, হাইব্রিড-২ ও হাইব্রিড-৩। এদের পাতাগুলো অনুজ্জ্বল বর্ণের, সোজা এবং চায়না, মনিপুরী ও বার্মা জাতের পাতার চেয়ে কিছুটা বড়। ফলন কিছুটা বেশি। পাতার উপরের দিকে নৌকার মতো কিছুটা ভাঁজ করা। তবে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি।
বিটি১
বিটি১ ক্লোনটি ভাড়াউড়া চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৬৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির ও প্রায় গাঢ় সবুজ রঙের । গাছের গঠন কাঠামো ঘন সন্নিবেষ্টিত এবং ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত। নিবিড় চয়নতল বিশিষ্ট এবং ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৬৮৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার উজ্জল ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২
বিটি২ ক্লোনটি রাজঘাট চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৭৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটিরপাতার আকৃতি মাঝারী ও গাঢ় সবুজ রঙের। ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত এবং অর্থোট্রপিক প্রকৃতির। কান্ড সবল ও সুঠাম। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায় এবং চয়নতলে পল্লব সমভাবে বিস্তৃত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৮৭৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল ও সুবাসিত। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৩
বিটি৩ ক্লোনটি রাজঘাট চা বাগানের উদনাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৭৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি মাঝারী ও হালকা সবুজ রঙের। ডাল পালার বিস্তৃত ও বিন্যাস ভাল। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও ভাল। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৫০৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৪
বিটি৪ ক্লোনটি রাজঘাট চা বাগানের উদনাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি তুলনামুলকভাবে ছোট , চকচকে ও গাঢ় সবুজ রঙের। গাছের গঠন কাঠামো ঘন সন্নিবেষ্টিত এবং ডাল পালার বিস্তৃতি ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৭৫৭ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। লিকার রঙিন, উজ্জল, সজীবতায় ও সরময়তায় পরিপূর্ণ। এটি চমৎকার গুনগত মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৫
বিটি৫ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৭ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির মাঝারী হতে বড় আকৃতির প্রায় গাঢ় সবুজ রঙ বিশিষ্ট পাতা। গাছের গঠন কাঠামো ঘন বিন্যস্ত এবং ডাল পালার বিস্তৃতি বিন্যাস অত্যন্ত ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৩১৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। গুনগতমান উত্তম, লিকার রঙিন ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৬
বিটি৬ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৭ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির ও হালকা সবুজ রঙের। কান্ড সুঠাম, শাখা প্রশাখা বিন্যস্ত ও পার্শ্ব বিস্তৃতি সম্পন্ন। চয়নতল মাঝারি গঠনের ও ঘন চয়ন পল্লব বিশিষ্ট। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,১০২ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুণগত মান উৎকৃষ্ট, লিকার উজ্জ্বল, রঙিন, পরিপূণর্, ঘন সরময় ও দৃঢ়তা সম্পন্ন। এটি উৎকৃষ্ট মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৭
বিটি৭ ক্লোনটি রাজঘাট চা বাগানের বর্মাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা বড়, গাঢ় সবুজ, চকচকে; গাছের গঠন ঘনবিন্যস্ত । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,০০৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৮
বিটি৮ ক্লোনটি ভাড়াউড়া চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা ছোট হতে মাঝারী আকৃতির, গাঢ় সবুজ, মসৃণ ও চকচকে। গাছের কান্ড সুঠাম এবং শাখা-প্রশাখা সুবিন্যস্ত। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায় ও চয়নযোগ্য পল্লব ঘন । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,৪১০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান মধ্যম, লিকার রঙে ও সজীবতায় পরিপূর্ণ। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৯
বিটি৯ ক্লোনটি দারাগাও চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯৪ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । গাছের কান্ড সুঠাম ও ঘন সন্নিবিষ্ট। চয়নতল ঘন ও সুবিন্যস্ত এবং মাঝারী আকৃতির চয়নপল্লব যুক্ত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৭৬৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, ঘন এবং সজীবতাপূর্ণ । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১০
বিটি১০ ক্লোনটি দলই চা বাগানের থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের গঠন কাঠামো ঘন বিন্যস্ত এবং ডাল পালার বিস্তৃতি ও বিন্যাস অত্যন্ত ভাল। চয়নতল ঘন পল্লব বিশিষ্ট। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,১৩৬ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি মধ্যম হতে উত্তম গুনগতমানসম্পন্ন, লিকার রঙে,উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ। এটি উচ্চ ফলনশীল ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১১
বিটি১১ ক্লোনটি সংকর সারি (বি-২০৭/৩৯ x টিভি ১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯৯ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির গাঢ় সবুজ । ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত এবং অর্থোট্রপিক প্রকৃতির। ঘন চয়নপল্লববিশিষ্ট চয়নতল । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,১৭৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১২
বিটি১২ ক্লোনটি হাতিমারা চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা ছোট হতে মাঝারী আকৃতির গাঢ় সবুজ ও চকচকে । গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,২০৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ । এটি উচ্চ ফলনশীল ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৩
বিটি১৩ ক্লোনটি শমশেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। চয়নতল ঘন চয়নপল্লববিশিষ্ট । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৮৭০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৪
বিটি১৪ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । গাছের কান্ড সবল ও সুঠাম এবং প্ল্যাজিও-অর্থোট্রপিক প্রকৃতির । শাখা-প্রশাখা সবল, সুবিন্যস্ত ও দ্রুত বর্ধনশীল। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,০৫১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৫
বিটি১৫ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৮৩০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। ছাকনী পাতার বর্ণ তামাটে উজ্জল,লিকার খুবই উজ্জল ও আকর্ষনীয় এবং সজীবতায়, দৃঢ়তায় ও সরময়তায় পরিপূর্ণ। এটি উৎকৃষ্ট গুনগতমান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৬
বিটি১৬ ক্লোনটি শমশেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০৩ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক ভারী চয়নপল্লবময়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,২৩১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৭
বিটি১৭ ক্লোনটি সংকর সারি (বিটি২ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির বাহ্যিক বৈশিষ্ট্যে ক্লোনটি হাইব্রিড-২ এগ্রোটাইপভূক্ত। তবে মণিপূরী বৈশিষ্ট্য বেশ লক্ষণীয়। পাতার আকৃতি মাঝারী আকৃতির ও গাঢ় সবুজ । শাখা-প্রশাখা সবল, সুঠাম ও দ্রুত বর্ধনশীল । চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,২৩৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৮
বিটি১৮ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা হালকা সবুজ, পাতার আকৃতি মাঝারী হতে বড়, পত্রাগ্র সামান্য সুনির্দিষ্ট, পত্রবিন্যাস কিছুটা খাড়া ধাচের। গাছের গঠন কাঠামো মাঝারী ধরনের, নিবিড় চয়নতল বিশিষ্ট, কান্ড সবল ও সুঠাম । ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৬১৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৯
বিটি১৯ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির আসাম হাইব্রিড-২, পাতার রং মধ্যম সবুজ, মাঝারী আকৃতির, উজ্জ্বল ও মসৃন। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাড়া অবস্থান বিশিষ্ট । পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা। চয়নতল বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট । চয়নপল্লব কোমল ও মাঝারী আকৃতির। ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৯৮৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান সন্তোষজনক, সুবাসিত, ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২০
বিটি২০ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির আসাম হাইব্রিড-৩, গাছটির পাতার রং গাঢ় সবুজ, মাঝারী হতে বড় আকৃতির এবং মসৃণ। পাতার অগ্রভাগ প্রলম্বিত এবং পরিসীমা সুষম খাঁজকাটা। চয়নতল বেশ ঘন এবং প্রচুর সমভাবে বিস্তৃত চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারী আকৃতির। ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৫৮৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২১
বিটি২১ ক্লোনটি মির্জাপুর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৮ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত আসাম হাইব্রিড ৩ জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া গড়নের (Semi Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৪৬২ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২২
বিটি২২ ক্লোনটি শমসেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০২১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত আসাম হাইব্রিড ৩ জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া গড়নের (Semi Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। গাছটির পাতার রং হালকা সবুজ, বড় আকৃতির, লম্বা-প্রশস্ত, উজ্জ্বল ও মসৃণ। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাঁড়া অবস্থান বিশিষ্ট (Semi-erect leaf pose)। পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা (Uniformly serrated)। চয়নতল (Plucking table) বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারি আকৃতির। পরিণত বয়সকালে ক্লোনটির বিগত চার বছরের প্রুনিং চক্রে গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে ৩,৩০৪ কেজি তৈরি চা। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি উৎকৃষ্ট পেয়ালিমানসম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২৩
বিটি২৩ ক্লোনটি বিটিআরআই জার্মপ্লাজম সেন্টার থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০২১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত চায়না মনিপুরি হাইব্রিড জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া (Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। গাছটির পাতার রং গাঢ় সবুজ, মাঝারি হতে লম্বা আকৃতির, সামান্য প্রশস্ত, উজ্জ্বল ও মসৃণ। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাঁড়া অবস্থান বিশিষ্ট (Semi-erect leaf pose)। পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা (Uniformly serrated)। চয়নতল (Plucking table) বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারি আকৃতির। পরিণত বয়সকালে ক্লোনটির বিগত চার বছরের প্রুনিং চক্রে গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে ৩,৩৪২ কেজি তৈরি চা। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটিএস১
বিটিএস১ সিডলিংটি সংকর প্যারেন্ট (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা ভাল বিস্তৃতি সম্পন্ন এবং চয়নতল ঠাঁসা ও ঘন চয়ণপল্লব বিশিষ্ট। পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ। পত্রবিন্যাস খাড়া ধাচের, গাছের কান্ড সবল ও সুঠাম এবং । ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিং এর জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৭৪৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস২
বিটিএস২ সিডলিং টি সংকর প্যারেন্ট (বি২০৭/৩৯ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির পাতা মাঝারী হতে বড় আকৃতির, পাতা বিটিএস-১ এর তুলনায় সামান্য গাঢ় সবুজ, পত্রবিন্যাস হরাইজন্টাল। শাখা-প্রশাখা ভাল বিস্তৃতি সম্পন্ন এবং চয়নতল ঠাঁসা ও ঘন চয়ণপল্লব বিশিষ্ট। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলয়ের আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩১১০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম। প্রায় একটি আদর্শ ক্লোনের মতই।
বিটিএস৩
বিটিএস৩ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি১ x টিভি১৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতার আকৃতি মাঝারী হতে বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৯৫৬ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস৪
বিটিএস৪ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি২০৭/৩৯ x টিভি১৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতা আধাঘন সবুজ, চকচকে। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৮৯০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস৫
বিটিএস৫ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি৩ x টিভি১৮) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৯ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা বিস্তার ভাল ও খাড়াভাবে বিস্তৃত। গাছের পাতার রং মধ্যম গাঢ় সবুজ। পাতার আকৃতি মাঝারি থেকে বড় ও পাতার পরিসীমা খাঁজকাটা। গাছের শাখা-প্রশাখা সুবিন্যস্ত ও পার্শ বিস্তৃতি সম্পন্ন ঘন চয়নতল বিশিষ্ট। চয়নপ্ললব বেশ ঘন। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫০০১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান উচ্চমানসম্পন্ন, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
এনপিএস১
এনপিএস১ সিডলিংটি ১৯৯৩ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতা আধাঘন সবুজ, চকচকে। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৩৭০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে চায়ের বংশবিস্তার প্রযুক্তিকে ক্লোনাল পদ্ধতি বলে। চায়ে বংশগতিধারায়ই বীজ থেকে উৎপাদিত আবাদীতে গাছে গাছে মিল থাকে না। আবার ক্লোন পদ্ধতির আবাদীতে একই ক্লোনের গাছে গাছে অভিন্ন মিল, তবে ক্লোনে ক্লোনে বৈচিত্র থাকবেই। ফলে পুরো এক একটি ক্লোন আবাদীতে এর উৎপাদন ও পেয়ালীমান মোটামোটি সমতা বিরাজ করে। যে কোন আবাদীর জন্য উন্নত জাতের ক্লোন বা বীজ বেছে নেয়া সর্বাগ্রে প্রয়োজন। যেহেতু চা বহুবর্ষজীবি, সেহেতু সঠিক সিদ্ধান্তের সুফল বা ভুল সিদ্ধান্তের কুফল ভোগ বহু বৎসর পর্যন্ত চলমান থাকে।
অনুমোদিত বীজজাত ও ক্লোনঃ
ক) বীজঃ
১) সাধারণ বীজঃ সাধারণত অপরিকল্পিত উপায়ে প্রতিষ্ঠিত বীজবাড়ি হতে প্রাপ্ত বীজ 'সাধারণ বীজ' নামে পরিচিত। এ ধরণের বীজ সাধারণত নিম্নমানের হয়ে থাকে। এদতসত্ত্বেও কিছু কিছু পুরনো চা বাগানের এরুপ সাধারণ বীজবাড়ির বীজ অপেক্ষাকৃত উন্নতমানের পাওয়া গেছে যা বিটিআরআই কর্তৃক স্বীকৃত। এ বিষয়ে বিটিআরআই থেকে পরামর্শ নেয়া যেতে পারে।
২) বাইক্লোনাল বীজঃ বাইক্লোনাল বীজ তৈরি হয় দুটো পরস্পর নিষেকযোগ্য প্রজনক ক্লোন এর মাধ্যমে সংকরায়নের ফলে। এ ধরণের বীজ উৎপাদনকারী জাত দু'টির পরস্পর প্রজনন ক্ষমতা পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা করে যাচাই করা হয় বিধায় বাইক্লোনাল বীজগুলো সাধারণ বীজের চেয়ে উন্নত মান ও ফলনের গাছ উৎপাদন করতে পারে। এ পর্যন্ত বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত চার ধরণের বাইক্লোনাল বীজজাত যেমন- বিটিএস১, বিটিএস২, বিটিএস৩ এবং বিটিএস৪ নামে চা শিল্পে ছাড়া হয়েছে।
৩) পলিক্লোনাল বীজঃ সাধারণত ৫-৭টি প্রজনক ক্লোন জাতের মধ্যে সীমাবদ্ধ কিন্তু মাত্র অচিহ্নিত দুই-দুই জাতের মধ্যে সংকরায়নের ফলে সৃষ্ট ঐ বীজবাড়ির সমস্ত বীজই একত্রে এক একটি পলিক্লোনাল বীজজাত নামে পরিচিত। পলিক্লোনাল বীজবাড়িতে বিদ্যমান ক্লোনগুলো পরস্পর কম-বেশি সংকরায়নে সক্ষম হয়। এ পর্যন্ত বিটিআরআই কর্তৃক উদ্ভাবিত এক ধরণের পলিক্লোনাল বীজজাত যেমন- এনপিএস১ নামে চা শিল্পে ছাড়া হচ্ছে।
খ) ক্লোনঃ
১) বিটিআরআই বিমুক্ত ক্লোনঃ চা এর উৎপাদন ও গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে বিটিআরআই বীজজাত উন্নয়নের পাশাপাশি ক্লোনাল সিলেকশন বা ব্রিডিং এর মাধ্যমে চায়ের উন্নতজাত উদ্ভাবনে অধিক গুরুত্ব দিয়ে থাকে। ইনস্টিটিউট ও পর্যন্ত উচ্চফলনশীল ও গুণগতমান সম্পন্ন নিজস্ব ২০টি ক্লোনজাত চা শিল্পের জন্য অবমুক্ত করেছে। এদেরকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, যথা- আদর্শ ক্লোন (Standard clone): বিটি১, বিটি২, বিটি৩, বিটি৫, বিটি৭, বিটি৮, বিটি৯, বিটি১১, বিটি১৩, বিটি১৪, বিটি১৬, বিটি১৭, বিটি১৮, বিটি১৯ ও বিটি২০ আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।উচ্চফলনশীল ক্লোন (Yield clone): বিটি১০ ও বিটি১২ উচ্চফলনশীল ক্লোন হিসেবে পরিচিত। উচ্চপেয়ালিমানী ক্লোন (Quality clone): বিটি৪, বিটি৬ ও বিটি১৫ উচ্চপেয়ালিমানসম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
২) বাগানের উদ্ভাবিত নিজস্ব ক্লোনঃ কোন কোন বাগান তাদের নিজস্ব উদ্যোগে ক্লোন উদ্ভাবন করার গৌরবের অধিকারী। সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নতজাত উদ্ভাবনে এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা হয়। তবে এ সকল ক্লোনসমূহের ফলন ও মান সম্বন্ধে সুস্পষ্ট ও নির্ভরযোগ্য পরিসংখ্যানিক তথ্য থাকা বাঞ্ছনীয়।
৩) বিদেশী ক্লোনঃ আমাদের দেশে চা বাগানগুলোতে দেশী ক্লোনের পাশাপাশি স্বল্প পরিমানে প্রতিবেশি দেশের ক্লোনের ব্যবহারও প্রচলিত আছে। বিদেশী ক্লোনগুলোর মধ্যে একমাত্র টোকালাই ক্লোনের (TV clones) ব্যবহারই উল্লেখযোগ্য। তবে বিদেশী ক্লোনগুলো আমাদের দেশীয় জলবায়ুতে সঠিকভাবে অভিযোজিত হচ্ছে কিনা অথবা পরিবেশের উপর- বিশেষ করে দেশীয় জাত ও আবাদীর উপর পোকামাকড় ও রোগবালাই, ইত্যাদিঘটিত নতুন আপদের সূচনা বা কোন বিরুপ প্রতিক্রিয়া ফেলছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রেখেই ব্যবহার করা উচিত।
*খরা সহিষ্ণু (Drought resistant) ক্লোনসমূহঃ বিটি২, বিটি৪, বিটি৫, বিটি৭, বিটি৮, বিটি৯, বিটি১১, বিটি১২, বিটি১৩ এবং বিটি১৮ অপেক্ষাকৃত খরাপ্রবণ উঁচু সমতলভূমি ও টিলার দক্ষিণ ও পশ্চিম ঢালে রোপনযোগ্য।
চায়না জাতঃ
ছোট আকৃতির ঝোপালো গাছ। ২-৩ মিটার উঁচু হয়, গোড়া থেকে অসংখ্য খাড়া শাখা বের হয় এবং দেখতে গম্বুজের মতো লাগে। পাতাগুলো ছোট ছোট, খাড়া, পুরু। চায়না জাতের পাতার দৈর্ঘ্য ১-২.২ সেমি এবং প্রস্থ ১-২.২ সেমি হয়। সংক্ষিপ্ত বৃন্তযুক্ত পত্রফলক উপবৃত্তাকার অগ্রভাগ ভোতা, পত্রফলকের কিনারা ভোঁতা খাঁজকাটা, চর্মবৎ, গাঢ় সবুজ, কুঁড়ি এবং প্রথম পাতাটি অসংখ্য রোমযুক্ত থাকে। কচি পাতাগুলোতে লাল বর্ণ কণিকার উপস্থিতির জন্য কিছুটা লালচে, খাটোবৃন্তযুক্ত এবং খাড়া থাকে। ফুলের সংখ্যা অনেক এবং ফুলগুলো আগাম ফোটে। এ জাতের চা গাছ খুব বেশি দেখা যায় না, তবে বাংলাদেশের কিছু কিছু চা বাগানের পুরাতন সেকশনে শুধুমাত্র দেখা যায়। পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। তন্মেধ্যে লাল মাকড়ের প্রাদুর্ভাব ও রেড রাস্ট রোগ খুব বেশি দেখা দেয়। ফলন তুলনামুলকভাবে কম এবং লিকার পাতলা ও ক্ষেত্র বিশেষ সুগন্ধি পেয়ালিমান (cup-quality) সম্পন্ন।
আসাম জাত
এ গাছগুলো কিছুটা বৃক্ষ আকৃতির, অসংখ্য পৃথক শাখাযুক্ত, সুস্পষ্ট শীর্ষদেশ প্রাকৃতিকভাবে উচ্চতায় ১০-১৫ মিটার হয়। পাতা হালকা থেকে গাঢ় সবুজ বর্ণের। চকচকে, নিচের দিকে ঝুলানো। পাতার শিরাগুলো খুব স্পষ্ট থাকে, অগ্রভাগ তীক্ষ্ণ আকার হয়। পাতাগুলো দৈর্ঘে ৮-২০ সেমি এবং প্রস্থে ৩.৫-৭.৫ সেমি। দুই শিরার মধ্যবর্তী স্থান যথেষ্ট স্ফীত। কচি পাতার নিচের দিকে সাদা লোমের আধিক্য দেখা যায়। বাংলাদেশের চা বাগানগুলোতে আসাম জাতের চায়ের চাষাবাদ সীমিত।
মনিপুরী জাতঃ
আসাম জাতের চায়ের সাথে এ জাতীয় চা গাছের মিল পাওয়া যায়। তবে পাতাগুলো আসাম জাতের পাতার চেয়ে ক্ষুদ্রাকৃতি, গাঢ় সবুজ বর্ণের অমসৃণ, অগ্রভাগ কিঞ্চিত নিচের দিকে ঝুলানো থাকে। দৈর্ঘ্যে পাতাগুলো ১৫.৪-২০.৬ সেমি এবং প্রস্থে ৬.৫-৯.০ সেমি হয়ে থাকে। সচরাচর পাতার উভয় দিকে ২২টি করে শিরা থাকে। কচি পাতায় কদাচিৎ সাদা রোমের উপস্থিতি লক্ষ্য করা যায়। গাছগুলো তুলনামূলকভাবে খরা সহিষ্ণু। এ জাতীয় চা গাছ বাংলাদেশে সবচেয়ে বেশি। গুণগতমান চলতিমানের। পোকামাকড়ের আক্রমণ কম হয়। খুব সহজেই অঙ্গজ বংশবিস্তার ঘটে।
বার্মা জাতঃ
এ জাতীয় চা গাছ আসাম জাতের সাথে সাদৃশ্যপূর্ণ। পাতাগুলো চকচকে, গাঢ় সবুজ, মধ্যম বা বড় আকৃতির কিন্তু আসাম জাতের পাতার চেয়ে ছোট এবং সামান্য গোলাকৃতি। পাতাগুলো খাড়া, শীর্ষভাগ সুস্পষ্ট, বিস্তৃত এবং ভোঁতা কিনারাবিশিষ্ট, উপর দিকে কিছুটা অবতল, কোন রোম থাকে না। পোকামাকড়ের উপদ্রব অনেক কম হয়। ফলন ও গুণগতমান মোটামোটি ভাল। প্রতিকূল আবাহাওয়া সহনশীল। বাংলাদেশের সব চা বাগানেই এ জাতের চা গাছ দেখতে পাওয়া যায়। প্রাচুর্যের দিক দিয়ে মনিপুরী চায়ের পরেই বার্মার অবস্থান। এদের অঙ্গজ বংশবিস্তার সহজ।
হাইব্রীড জাতঃ
হাইব্রিড জাতের চা গাছকে তিনভাগে ভাগ করা হয়েছে যথা- হাইব্রিড-১, হাইব্রিড-২ ও হাইব্রিড-৩। এদের পাতাগুলো অনুজ্জ্বল বর্ণের, সোজা এবং চায়না, মনিপুরী ও বার্মা জাতের পাতার চেয়ে কিছুটা বড়। ফলন কিছুটা বেশি। পাতার উপরের দিকে নৌকার মতো কিছুটা ভাঁজ করা। তবে পোকামাকড়ের উপদ্রব খুব বেশি।
বিটি১
বিটি১ ক্লোনটি ভাড়াউড়া চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৬৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির ও প্রায় গাঢ় সবুজ রঙের । গাছের গঠন কাঠামো ঘন সন্নিবেষ্টিত এবং ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত। নিবিড় চয়নতল বিশিষ্ট এবং ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৬৮৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার উজ্জল ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২
বিটি২ ক্লোনটি রাজঘাট চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৭৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটিরপাতার আকৃতি মাঝারী ও গাঢ় সবুজ রঙের। ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত এবং অর্থোট্রপিক প্রকৃতির। কান্ড সবল ও সুঠাম। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায় এবং চয়নতলে পল্লব সমভাবে বিস্তৃত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৮৭৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল ও সুবাসিত। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৩
বিটি৩ ক্লোনটি রাজঘাট চা বাগানের উদনাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৭৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি মাঝারী ও হালকা সবুজ রঙের। ডাল পালার বিস্তৃত ও বিন্যাস ভাল। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও ভাল। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৫০৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৪
বিটি৪ ক্লোনটি রাজঘাট চা বাগানের উদনাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি তুলনামুলকভাবে ছোট , চকচকে ও গাঢ় সবুজ রঙের। গাছের গঠন কাঠামো ঘন সন্নিবেষ্টিত এবং ডাল পালার বিস্তৃতি ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৭৫৭ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। লিকার রঙিন, উজ্জল, সজীবতায় ও সরময়তায় পরিপূর্ণ। এটি চমৎকার গুনগত মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৫
বিটি৫ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৭ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির মাঝারী হতে বড় আকৃতির প্রায় গাঢ় সবুজ রঙ বিশিষ্ট পাতা। গাছের গঠন কাঠামো ঘন বিন্যস্ত এবং ডাল পালার বিস্তৃতি বিন্যাস অত্যন্ত ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৩১৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। গুনগতমান উত্তম, লিকার রঙিন ও সজীবতাসম্পন্ন। এটি আদর্শ মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৬
বিটি৬ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৭ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির ও হালকা সবুজ রঙের। কান্ড সুঠাম, শাখা প্রশাখা বিন্যস্ত ও পার্শ্ব বিস্তৃতি সম্পন্ন। চয়নতল মাঝারি গঠনের ও ঘন চয়ন পল্লব বিশিষ্ট। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,১০২ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুণগত মান উৎকৃষ্ট, লিকার উজ্জ্বল, রঙিন, পরিপূণর্, ঘন সরময় ও দৃঢ়তা সম্পন্ন। এটি উৎকৃষ্ট মান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৭
বিটি৭ ক্লোনটি রাজঘাট চা বাগানের বর্মাছড়া ডিভিশন থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা বড়, গাঢ় সবুজ, চকচকে; গাছের গঠন ঘনবিন্যস্ত । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,০০৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৮
বিটি৮ ক্লোনটি ভাড়াউড়া চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা ছোট হতে মাঝারী আকৃতির, গাঢ় সবুজ, মসৃণ ও চকচকে। গাছের কান্ড সুঠাম এবং শাখা-প্রশাখা সুবিন্যস্ত। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায় ও চয়নযোগ্য পল্লব ঘন । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,৪১০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান মধ্যম, লিকার রঙে ও সজীবতায় পরিপূর্ণ। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি৯
বিটি৯ ক্লোনটি দারাগাও চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯৪ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । গাছের কান্ড সুঠাম ও ঘন সন্নিবিষ্ট। চয়নতল ঘন ও সুবিন্যস্ত এবং মাঝারী আকৃতির চয়নপল্লব যুক্ত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৭৬৩ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, ঘন এবং সজীবতাপূর্ণ । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১০
বিটি১০ ক্লোনটি দলই চা বাগানের থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের গঠন কাঠামো ঘন বিন্যস্ত এবং ডাল পালার বিস্তৃতি ও বিন্যাস অত্যন্ত ভাল। চয়নতল ঘন পল্লব বিশিষ্ট। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা মধ্যম। ক্লোনটি মধ্যম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,১৩৬ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি মধ্যম হতে উত্তম গুনগতমানসম্পন্ন, লিকার রঙে,উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ। এটি উচ্চ ফলনশীল ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১১
বিটি১১ ক্লোনটি সংকর সারি (বি-২০৭/৩৯ x টিভি ১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৯৯ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির গাঢ় সবুজ । ডাল পালার বিস্তৃতি সুবিন্যস্ত এবং অর্থোট্রপিক প্রকৃতির। ঘন চয়নপল্লববিশিষ্ট চয়নতল । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতাও খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,১৭৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১২
বিটি১২ ক্লোনটি হাতিমারা চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা ছোট হতে মাঝারী আকৃতির গাঢ় সবুজ ও চকচকে । গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,২০৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জলতায় ও সজীবতায় পরিপূর্ণ । এটি উচ্চ ফলনশীল ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৩
বিটি১৩ ক্লোনটি শমশেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। চয়নতল ঘন চয়নপল্লববিশিষ্ট । ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৮৭০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৪
বিটি১৪ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । গাছের কান্ড সবল ও সুঠাম এবং প্ল্যাজিও-অর্থোট্রপিক প্রকৃতির । শাখা-প্রশাখা সবল, সুবিন্যস্ত ও দ্রুত বর্ধনশীল। ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,০৫১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৫
বিটি১৫ ক্লোনটি সংকর সারি (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০২ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ । শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৮৩০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। ছাকনী পাতার বর্ণ তামাটে উজ্জল,লিকার খুবই উজ্জল ও আকর্ষনীয় এবং সজীবতায়, দৃঢ়তায় ও সরময়তায় পরিপূর্ণ। এটি উৎকৃষ্ট গুনগতমান সম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৬
বিটি১৬ ক্লোনটি শমশেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০৩ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতার আকৃতি বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। গাছের কান্ড সুঠাম ও ঘন বিন্যস্ত। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক ভারী চয়নপল্লবময়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,২৩১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৭
বিটি১৭ ক্লোনটি সংকর সারি (বিটি২ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির বাহ্যিক বৈশিষ্ট্যে ক্লোনটি হাইব্রিড-২ এগ্রোটাইপভূক্ত। তবে মণিপূরী বৈশিষ্ট্য বেশ লক্ষণীয়। পাতার আকৃতি মাঝারী আকৃতির ও গাঢ় সবুজ । শাখা-প্রশাখা সবল, সুঠাম ও দ্রুত বর্ধনশীল । চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫,২৩৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন । এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৮
বিটি১৮ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১০ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির পাতা হালকা সবুজ, পাতার আকৃতি মাঝারী হতে বড়, পত্রাগ্র সামান্য সুনির্দিষ্ট, পত্রবিন্যাস কিছুটা খাড়া ধাচের। গাছের গঠন কাঠামো মাঝারী ধরনের, নিবিড় চয়নতল বিশিষ্ট, কান্ড সবল ও সুঠাম । ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৬১৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উত্তম, ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি১৯
বিটি১৯ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির আসাম হাইব্রিড-২, পাতার রং মধ্যম সবুজ, মাঝারী আকৃতির, উজ্জ্বল ও মসৃন। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাড়া অবস্থান বিশিষ্ট । পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা। চয়নতল বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট । চয়নপল্লব কোমল ও মাঝারী আকৃতির। ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩,৯৮৮ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান সন্তোষজনক, সুবাসিত, ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২০
বিটি২০ ক্লোনটি আমু চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৬ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটির আসাম হাইব্রিড-৩, গাছটির পাতার রং গাঢ় সবুজ, মাঝারী হতে বড় আকৃতির এবং মসৃণ। পাতার অগ্রভাগ প্রলম্বিত এবং পরিসীমা সুষম খাঁজকাটা। চয়নতল বেশ ঘন এবং প্রচুর সমভাবে বিস্তৃত চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারী আকৃতির। ছাঁটাইয়ের পর নতুন কিশলয় গজানোর হার খুবই ভাল। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি অতি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৫৮৯ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে ক্লোনটি গুনগতমান উৎকৃষ্ট। ছাকনি পাতার বর্ণ খুবই উজ্জ্বল। লিকার রঙিন উজ্জ্বল। সজীবতা এবং দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২১
বিটি২১ ক্লোনটি মির্জাপুর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৮ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত আসাম হাইব্রিড ৩ জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া গড়নের (Semi Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৪,৪৬২ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২২
বিটি২২ ক্লোনটি শমসেরনগর চা বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০২১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত আসাম হাইব্রিড ৩ জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া গড়নের (Semi Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। গাছটির পাতার রং হালকা সবুজ, বড় আকৃতির, লম্বা-প্রশস্ত, উজ্জ্বল ও মসৃণ। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাঁড়া অবস্থান বিশিষ্ট (Semi-erect leaf pose)। পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা (Uniformly serrated)। চয়নতল (Plucking table) বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারি আকৃতির। পরিণত বয়সকালে ক্লোনটির বিগত চার বছরের প্রুনিং চক্রে গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে ৩,৩০৪ কেজি তৈরি চা। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি উৎকৃষ্ট পেয়ালিমানসম্পন্ন ক্লোন হিসেবে পরিচিত।
বিটি২৩
বিটি২৩ ক্লোনটি বিটিআরআই জার্মপ্লাজম সেন্টার থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০২১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। ক্লোনটি মূলত চায়না মনিপুরি হাইব্রিড জাতের। এর কান্ড সুঠাম ও সুবিন্যস্ত এবং প্রচুর শাখা প্রশাখাবিশিষ্ট। শাখা-প্রশাখা প্রায় খাঁড়া (Orthotropic) সুবিস্তৃত। ছাঁটাই-উত্তর নতুন কিশলয়ের আগমন ও বৃদ্ধি যথেষ্ট সন্তোষজনক। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। ক্লোনটি উত্তম ক্ষরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকায় ক্লোনটি বেশ উপযোগী। গাছটির পাতার রং গাঢ় সবুজ, মাঝারি হতে লম্বা আকৃতির, সামান্য প্রশস্ত, উজ্জ্বল ও মসৃণ। পাতা কান্ডের সঙ্গে কিছুটা খাঁড়া অবস্থান বিশিষ্ট (Semi-erect leaf pose)। পাতার অগ্রভাগ সামান্য সুনির্দিষ্ট এবং পরিসীমা সুষম খাঁজকাটা (Uniformly serrated)। চয়নতল (Plucking table) বেশ ঘন এবং প্রচুর চয়নযোগ্য পল্লব বিশিষ্ট। চয়নপল্লব কোমল ও মাঝারি আকৃতির। পরিণত বয়সকালে ক্লোনটির বিগত চার বছরের প্রুনিং চক্রে গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে ৩,৩৪২ কেজি তৈরি চা। চায়ের আস্বাদনী মানের বিচারে গুনগতমান উত্তম, লিকার রঙিন, উজ্জল, সজিবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন। এটি আদর্শ ক্লোন হিসেবে পরিচিত।
বিটিএস১
বিটিএস১ সিডলিংটি সংকর প্যারেন্ট (বিটি১ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা ভাল বিস্তৃতি সম্পন্ন এবং চয়নতল ঠাঁসা ও ঘন চয়ণপল্লব বিশিষ্ট। পাতা মাঝারী আকৃতির, প্রায় গাঢ় সবুজ। পত্রবিন্যাস খাড়া ধাচের, গাছের কান্ড সবল ও সুঠাম এবং । ছাঁটাইয়ের পর দ্রুত নতুন কিশলয় গজায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিং এর জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৭৪৪ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস২
বিটিএস২ সিডলিং টি সংকর প্যারেন্ট (বি২০৭/৩৯ x টিভি১) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ১৯৮৫ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির পাতা মাঝারী হতে বড় আকৃতির, পাতা বিটিএস-১ এর তুলনায় সামান্য গাঢ় সবুজ, পত্রবিন্যাস হরাইজন্টাল। শাখা-প্রশাখা ভাল বিস্তৃতি সম্পন্ন এবং চয়নতল ঠাঁসা ও ঘন চয়ণপল্লব বিশিষ্ট। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলয়ের আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা ক্লোনটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩১১০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম। প্রায় একটি আদর্শ ক্লোনের মতই।
বিটিএস৩
বিটিএস৩ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি১ x টিভি১৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতার আকৃতি মাঝারী হতে বড়, বিস্তৃত এবং হালকা সবুজ রঙের। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৯৫৬ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস৪
বিটিএস৪ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি২০৭/৩৯ x টিভি১৯) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০০১ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতা আধাঘন সবুজ, চকচকে। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৮৯০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
বিটিএস৫
বিটিএস৫ সিডলিং টি সংকর প্যারেন্ট (বিটি৩ x টিভি১৮) থেকে সংগ্রহ করা হয়েছে। এটি ২০১৯ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা বিস্তার ভাল ও খাড়াভাবে বিস্তৃত। গাছের পাতার রং মধ্যম গাঢ় সবুজ। পাতার আকৃতি মাঝারি থেকে বড় ও পাতার পরিসীমা খাঁজকাটা। গাছের শাখা-প্রশাখা সুবিন্যস্ত ও পার্শ বিস্তৃতি সম্পন্ন ঘন চয়নতল বিশিষ্ট। চয়নপ্ললব বেশ ঘন। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৫০০১ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান উচ্চমানসম্পন্ন, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।
এনপিএস১
এনপিএস১ সিডলিংটি ১৯৯৩ সালে চা শিল্পের জন্য উন্মুক্ত করা হয়। এটির শাখা-প্রশাখা সেমি- অর্থোট্রপিক, ভাল বিস্তৃতি সম্পন্ন এবং ঘন চয়ণপল্লব বিশিষ্ট। চয়নতল ঠাঁসা ও পর্যাপ্তসংখ্যক কোমল চয়নপল্লবময়। পাতা আধাঘন সবুজ, চকচকে। ছাঁটাইয়ের পর প্রচুর নতুন কিশলেয়র আগাম আগমন দেখা যায়। ছাটাইয়ের পর নতুন কিশলয় জন্মানোর হার খুব ভাল। নার্সারীতে শিকড় গজানোর ক্ষমতা খুব ভাল। সিডলিংটি উত্তম খরা সহিষ্ণু মানের। টিলার ঠান্ডা ও উষ্ণ ঢালে এবং সমতল এলাকা সিডলিংটির জন্য উপযোগী আবাদী এলাকা। হেক্টর প্রতি সর্বোচ্চ গড় ফলন ৩৩৭০ কেজি। চায়ের আস্বাদনী মানের বিচারে সিডলিংটি গুনগতমান মধ্যম, লিকার রঙিন, উজ্জল, সজীবতা এবং ভাল দৃঢ়তাসম্পন্ন।